রমজানে দুস্থদের মাঝে কাপ্তাই সেনা জোনের ইফতার সামগ্রী বিতরণ

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই সেনা জোনের (অটল ছাপ্পান্ন) জোন সদরে পবিত্র রমজান উপলক্ষে বৃহস্পতিবার (১৩ মার্চ) স্থানীয় গরীব ও অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

অটল ৫৬ ইষ্ট বেংগলের নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম মাহমুদুল হাসান সোহাগ, পিএসসি এভ ইফতার সামগ্রী বিতরণ করেন।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, খেজুর, ভোজ্য তেল, চিনি এবং সেমাই।

এসময় কাপ্তাই সেনা জোনের নবাগত জোন কমান্ডার বলেন, ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে এধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।