বান্দরবানে মোটরসাইকেল-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় রাশেদুল ইসলাম (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (৯ মার্চ) সন্ধ্যায় বান্দরবান-কেরানীহাট মহাসড়কের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, বান্দরবান সদর উপজেলার কেরানীহাট-বান্দরবানের মাঝেরপাড়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাশেদুল ইসলামের মৃত্যু হয়।

তিনি বান্দরবান বাজারের চাউল ব্যবসায়ী মো. ওসমানের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করেছে। মাঝেরপাড়ার বাসিন্দা প্রত্যক্ষদর্শী মো. নাছির বলেন, নিহত যুবক মোটরসাইকেলে কেরানীহাট থেকে বান্দরবান ফেরার পথে মাঝেরপাড়া এলাকায় চট্টগ্রামগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, ওষুধ কোম্পানির গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।