ছিল তৃতীয় স্থানে। সেই অ্যাটলেটিকো মাদ্রিদ এখন স্প্যানিশ লা লিগায় উঠে গেছে শীর্ষে।
শনিবার(১ মার্চ) রাতে অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই শীর্ষস্থান হয়তো সাময়িক সময়ের জন্য। কারণ, আজই রিয়াল সোসিয়েদাদকে ঘরের মাঠে আতিথেয়তা দেবে বার্সা। আজই হয়তো শীর্ষে উঠে যাবে বার্সা।
মাদ্রিদের রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে প্রায় ৬৪ হাজার দর্শকের সামনে অ্যাটলেটিকো মাদ্রিদকে জয় এনে দেন আর্জেন্টাইন স্টাইকার হুলিয়ান আলভারেজ। ম্যাচের ৬৬ মিনিটে গোলটি করেন আর্জেন্টাইন এই তারকা।
এই জয়ে ২৬ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিক ক্লাবের পয়েন্ট ৪৮; তারা রয়েছে টেবিলের চতুর্থ স্থানে।
প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো অ্যাটলেটিকো মাদ্রিদ। আন্তোনিও গ্রিজম্যানের পাস থেকে বল পেয়ে দুর্দান্ত এক হেড নিয়েছিলেন আলেকজান্ডার সোরলথ। কিন্তু সেই হেডটি মিস হয়। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে নাহুয়েল মোলিনার ক্রসে আরও একটি হেড নিয়েছিলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার সোরলথ। এই হেডটিও মিস হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যেতে পারতো অ্যাথলেটিক ক্লাব। দুই ভাই- নিকো এবং ইনাকি উইলিয়াম মিলে প্রায় গোলের কাছাকাছি চলে গিয়েছিল; কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি।
হুলিয়ান আলভারেজকে ৫৯তম মিনিটে মাঠে নামানো হয় আলেকজান্ডার সোরলথের পরিবর্তে। মাঠে নেমেই ৬৬ মিনিটে অ্যাটলেটিকোকে জয়সূচক গোলটি উপহার দেন। ম্যাচের শেষটাও খুব সহজ ছিল না অ্যাটলেটিকোর জন্য। বেশ কয়েকবার সমতায় ফেরার কাছাকাছি চলে গিয়েছিলো বিলবাও। কিন্তু তাদের চেষ্টাগুলো প্রায় সবই বক্সের বাইরে চলে যায়।
ম্যাচ শেষে আলভারেজ বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ একটি জয় ছিল এটা। আমরা সবাই জানতাম, ম্যাচটা মোটেও সহজ হবে না। আমরা এখানে এসেছি লড়াই করতে এবং জয় ছিনিয়ে নিতে। অনেকগুলো সুযোগ পেয়েছি। কিন্তু গোল করেছি একটা। সেটাও এসেছে সৌভাগ্যক্রমে।’