উখিয়ায় জাল নোটসহ রোহিঙ্গা নারী আটক

কক্সবাজারের উখিয়ায় ৪৯টি এক হাজার টাকার জাল নোটসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুতুপালং বাজার থেকে রাবেয়া (৪১) নামে ওই রোহিঙ্গা নারীকে গ্রেফতার করা হয়।

তিনি উখিয়ার কুতুপালং নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের বাসিন্দা এবং নুরুল হাকিমের স্ত্রী।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা তৈরির সংঘবদ্ধ চক্র। জাল নোটসহ গ্রেফতার ওই নারী জাল টাকা লেনদেন করছিলেন। এ ধরনের তথ্য পেয়ে অভিযানে যায় পুলিশ। এ সময় তার কাছ থেকে মোট ৪৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রোহিঙ্গা নারী স্বীকার করেছেন যে দীর্ঘ দিন ধরে একটি চক্রের সঙ্গে মিলে জাল টাকা ছড়িয়ে দেওয়ার কাজে যুক্ত ছিলেন তিনি। রাবেয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তার এক সহযোগীর নাম নিশ্চিত হওয়া গেছে। এছাড়া অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে উখিয়া থানায় বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে বাজারে জাল টাকা ছড়ানোর চেষ্টা করছে একটি চক্র। তবে পুলিশ সক্রিয় রয়েছে এবং এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।