বিয়ে বাড়ি। চারদিকে হইচই। কেউ দিচ্ছেন আড্ডা, কেউ বা ব্যস্ত বরযাত্রার প্রস্তুতি নিয়ে। অন্যদের মতো ছেলের বিয়েতে বরযাত্রী হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সকিনা বেগম। কিন্তু সেই যাত্রা আর হলো না। হঠাৎ অসুস্থ হয়ে অন্তিম যাত্রায় পাড়ি জমিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। একই দিনে ওই এলাকার কমর আলি সিকদার বাড়ির বাসিন্দা মো. আবু বক্কর ছিদ্দিক মাছুমের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
ছেলের বিয়ের দিনেই মায়ের মৃত্যুর খবরে ওই এলাকায় নেমে এসেছে নিস্তব্দতা। আনন্দের বাড়িতে পড়েছে কান্নার রোল। সান্ত্বনার ভাষা খুঁজে পাচ্ছেন না পরিবারের লোকজন। ঠিক যেন হর্ষে বিষাদ।
স্থানীয়রা জানান, মাছুম প্রয়াত আলী আহমদ ও ছকিনা বেগম দম্পতির ছোট ছেলে। সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন তিনি। প্রবাসী ছেলের বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে আয়োজনের প্রস্তুতি ছিল পরিবারটির। বুধবার রাতে মেহেদি অনুষ্ঠানও হয়েছে। সেখানে ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়াও করেছেন মা। পরদিন সকালে উঠে বাড়িতে থাকা অতিথিদের আ্যাপায়নও করেন ছকিনা। সাড়ে ৮টার দিকে চা খেতে বসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি ক্লাবে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। পরিকল্পনা অনুযায়ী ক্লাবে রান্নার কাজও শুরু হয় সকালে। তবে হঠাৎ বরের মায়ের মৃত্যুর খবরে পণ্ড হয়ে গেছে বিয়ের অনুষ্ঠান। অন্যদিকে ছকিনাকে দাফন করা হয় সেই সময়ে। এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
বরের খালতো ভাই মাওলানা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী দৈনিক ইত্তেফাককে বলেন, সকালে ব্যস্ত সময় পার করছিলেন আমার খালা। তখন হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়া সুযোগও হয়নি। পরে দুপুরে উনার দাফন হয়েছে। ক্লাবে বিয়ের অনুষ্ঠান বাদ দিয়ে, বিকেল ৪টার দিকে ঘরোয়াভাবে মেয়েকে (কনে) বাড়ি নিয়ে এসেছি।