টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফের খানকারডেইল এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা জব্দ করেছে টেকনাফ ২ বিজিবি। এসময় মাদক পাচারচক্রের সদস্য নুর ফয়েজ (৩২) কে আটক করা হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ -২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় নুর ফয়েজের বাড়ি মাদক মজুদের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মঙ্গলবার ভোর ৪টায় বাড়িটি ঘিরে ফেলে বিজিবি । এসময় বাড়ির ছাদের গোপন কুঠুরি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় শফিক নামে এক মাদক কারবারিসহ ১–২ জন পাচারকারী পালিয়ে যায়। পলাতকদের গ্রেফতারে বিজিবির অভিযান চলমান রয়েছে।

আটক নুর ফয়েজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।