সাড়ে ৩ হাজার কর্মকর্তা অপসারণ চক্রান্তের অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে কর্মবিরতি করেছে ব্যাংকে কর্মরতরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র (এফএসআইবি) সারাদেশের সব এফএসআইবি শাখায় কর্মবিরতি চলে। পরীক্ষা নেওয়ার নামে অপসারণের ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে সকাল থেকে সব শাখায় কর্মকর্তারা কর্মবিরতি পালন করছেন বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ সিনিয়র অফিসার পর্যন্ত সবাইকে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। এতে প্রায় সাড়ে ৩ হাজার কর্মকর্তার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্তকে ছাঁটাই করার একটি পরিকল্পনা বলে মনে করছেন ওই ব্যাংকে কর্মরত কর্মকর্তারা। তাই তারা পূর্বে কোনো ঘোষণা না দিয়েই কর্মবিরতি শুরু করেছেন। এ কর্মবিরতি কতক্ষণ পর্যন্ত চলবে তাও কেউ নিশ্চিত করতে পারছেন না।