বিএনপি সরকার গঠন করলে শিক্ষা ব্যবস্থার সংস্কার করবে: হুমাম কাদের চৌধুরী

কামরুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, বিএনপি সরকার গঠন করলে শিক্ষা ব্যবস্থার সংস্কার করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভঙ্গুর রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা ঘোষণা করেছেন তার অন্যতম একটি হলো শিক্ষা ব্যবস্থার সংস্কার। বিগত নাস্তিক্যবাদি কথিত ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসি ইসলাম বিদ্বেষি আওয়ামী সরকার শিক্ষা ব্যবস্থার ধ্বংসের মাধ্যমে একটি প্রজন্মকেই ধ্বংস করে দিয়েছে।যার খেসারত দিতে হবে বহু বছর পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় গেলে একটি যুগোপযোগী সমন্বিত শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেওয়া হবে।

১২ নভেম্বর (বুধবার) স্বনির্ভর রাঙ্গুনিয়া ব্রক্ষ্মোত্তর ইউনুছিয়া আজিজিয়া মুহিউল ইসলাম মাদ্রাসায় অনুষ্ঠিত বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ওয়াকিল আহমেদ, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউছুফ চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মৌসিউদ্দৌলাহ,উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ভিপি আনছুর উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফারুকুল ইসলাম ফারুক উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ,যুগ্ম আহবায়ক পারভেজ মোশারফ, হাসিনা-জামাল কলেজ গভর্নিং বডির সভাপতি ইন্জিঃ মোঃ নাছির উদ্দীন নসু, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদল আহবায়ক আবু বকর, সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক গাজী নাজিম, স্বনির্ভর ইউনিয়ন বিএনপি নেতা,ইসমাইল সিকদার, দিদার আলম প্রমুখ।