শফিউল আলম, রাউজানঃ গাউসুল আজম মাওলানা শাহসুফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ) অন্যতম খলিফা শাহ্ সুফি বাঁচা শাহ্ আল মাইজভাণ্ডারী (রহঃ) বার্ষিক ওরশ শরীফ গত ১৬ ফেব্রুয়ারী রবিবার, পূর্ব রাউজান বক্সী চৌধুরীর বাড়ীতে,হযরত শাহসুফী বাঁচা শাহ্ (রহঃ) এর আউলাদ গনের ব্যবস্থাপনায় অনুষ্টিত হয়।
ওরশ শরীফ উপলক্ষে সকালে রওজা শরীফ গোসল,গিলাপ পড়ানো হয়, পুষ্প অর্পণ, খতমে কুরআন ও মিলাদ শরীফের আয়োজন করা হয়। বাদে মাগরিব মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রশিদর পাড়া শাখার উদ্যেগে হযরত বাচা শাহ্ রহঃ মাজার শরীফে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার সভাপতি শাহাজাদা মুহাম্মদ নূরুল আলম চৌধুরী।
মাহফিলে প্রধান আলোচক ছিলেন, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা খ” জোনের সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভাণ্ডারী,বিশেষ অতিথি ছিলেন পূর্ব রাউজান আবদুল কাদের জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইলিয়াস তাহেরী, রাউজান রশিদর পাড়া শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মদ আবদুল খালেক চৌধুরী আল মাইজভাণ্ডারী, উপস্থিত ছিলেন, মুহাম্মদ নূরুচ্ছাপা, মুহাম্মদ ফজলুল আজিজ, মুহাম্মদ ফজল কাদের, মুহাম্মদ হারুন, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ নাছির উদ্দীন, মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন মাইজভাণ্ডারী, হাফেজ মাওলানা মোহাম্মদ আকতার হোসাইন, মুহাম্মদ নাছির উদ্দীন, মাওলানা মোহাম্মদ রবিউল হোসাইন রিয়াদ প্রমূখ, বিশ্ব বাসীর জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভান্ডারী।