জামাল নজরুল ইসলাম সেরা শিক্ষার্থী গবেষণা পদক চালু থিসিস/প্রজেক্ট গবেষণাকর্ম ভিত্তিক আবেদন আহবান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষ, মাস্টার্স এবং সদ্য ২০২৪ সালে মাস্টার্স শেষ হওয়া শিক্ষার্থীদের জন্য প্রবর্তিত হতে যাচ্ছে “সেরা শিক্ষার্থী গবেষণা পদক”| শিক্ষার্থীরা তাদের গবেষণাকর্ম থেকে পোস্টার প্রেজেন্টেশন করতে পারবেন। প্রথম পর্ব থেকে নির্বাচিত প্রত্যেক ফ্যাকাল্টি থেকে নির্বাচিত সেরা তিনজন গবেষণা শিক্ষার্থী তাদের পোস্টার উপস্থাপন করবে ২৬ ফেব্রুয়ারিতে চট্টগ্রাম গবেষণা উৎসবে|
দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রতিযোগিতা প্রাথমিক এবং চূড়ান্ত দুই পর্বে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রাথমিক পর্ব ১৮-২৩ শে ফেব্রুয়ারি এবং চূড়ান্ত পর্ব ২৬ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

✅যে সব বিষয়ের উপর পোস্টার প্রেজেন্টেশন করা যাবে:
– থিসিস (চলমান/সমাপ্ত)
– প্রজেক্ট
– পাবলিশড রিসার্চ পেপার (ফার্স্ট অথার বা মূল লেখক হতে হবে)

✅শর্ত ও নিয়মাবলি:
– অংশগ্রহনকারীকে অবশ্যই ৪র্থ বর্ষ/ মাস্টার্সের/ ২০২৪ সালে শেষ হওয়া মাস্টার্স এর শিক্ষার্থী হতে হবে।
– অংশগ্রহণকারীকে সুপারভাইজারের অনুমোদন নিতে হবে।
– প্রাথমিক পর্বের জন্য ১৭ই ফেব্রুয়ারির মধ্যে পোস্টারের সফট কপি সাবমিট করতে হবে।

রেজিষ্ট্রেশন ফর্ম: https://forms.gle/msmSip3HPw23nMmM6