দাদা ও বাবার আদর্শ বুকে নিয়ে রাঙ্গুনিয়ার জন্য কাজ করবো — হুম্মাম কাদের চৌধুরী

শনিবার (৮ নভেম্বর) দক্ষিণ রাঙ্গুনিয়ার উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিলা মাদ্রাসায় অনুষ্ঠিত বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দাদা ফজলুল কাদের চৌধুরী ও বাবা শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্বপ্ন ছিল একটি উন্নত, শিক্ষিত ও ন্যায়ভিত্তিক রাঙ্গুনিয়া গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নই আমার লক্ষ্য। আগামী প্রজন্মের জন্য শান্তিপূর্ণ ও আধুনিক রাঙ্গুনিয়া গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, শিক্ষা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে রাঙ্গুনিয়াকে দেশের একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব। জীবনে যদি একজন আল্লাহ ওয়ালা মানুষ হতে চান তাহলে মাদ্রাসার ভুমিকা অপরিসীম। আমার বাবা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী যখনই পদুয়ায় আসতেন এই মাদ্রাসা পরিদর্শন করে যেতেন।ইনশাআল্লাহ যদি আমিও বেঁচে থাকি এই মাদ্রাসার প্রতিটি কাজে আমাকে পাবেন।

রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি শওকত আলী নুর এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য উলামায়ে কেরাম ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার মুসল্লীবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় ছাত্র-ছাত্রী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।