রাঙ্গুনিয়ায় বেতাগিতে দাড়িপাল্লা প্রতীকে দিনব্যাপী গণসংযোগ ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

কামরুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগি ইউনিয়নে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে দিনব্যাপী গণসংযোগ ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী এ কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

ফ্রি চিকিৎসা ক্যাম্প ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।
তিনি এদিন বেতাগি ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সৈয়দ সাহেদুল আলম।
উদ্বোধনী বক্তব্য রাখেন আবু মুসা মাষ্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ।

দিনব্যাপী এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে এক হাজারেরও বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।

কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মফিজুল ইসলাম , সেক্রেটারি মোজ্জামেল সহ স্থানীয় এলাকাবাসী ও প্রবাসীবৃন্দ।