টেকনাফ সমুদ্রসৈকতে মা কাছিমের গায়ে স্যাটেলাইট স্থাপন

কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতে গবেষণার উদ্দেশ্যে চারটি সামুদ্রিক মা কাছিমের শরীরে স্যাটেলাইট স্থাপন করে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কোডেক নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের পরিচালক ড. শীতল কুমার।

ড. শীতল কুমার জানান, সামুদ্রিক কাছিমের জীবনাচরণ সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহের লক্ষ্যে সোমবার ও মঙ্গলবার দুটি করে চারটি কাছিমের গায়ে স্যাটেলাইট স্থাপন করা হয়। পরে টেকনাফ বাহারছড়া উত্তর শীলখালী সমুদ্রসৈকতে কাছিমগুলো অবমুক্ত করা হয়। এ গবেষণায় আইইউসিএন কারিগরি সহযোগিতা করেছে।

প্রতি বছর প্রজনন মৌসুমে সামুদ্রিক মা কাছিম সৈকতে ডিম ছাড়তে আসে। এর ধারাবাহিকতায় এ বছর গবেষণার জন্য চারটি মা কাছিম সংরক্ষণ করে স্যাটেলাইট স্থাপন করা হয়েছে। এর আগেও গত বছর একইভাবে কাছিমের গতিবিধি পর্যবেক্ষণের জন্য গবেষণা চালানো হয়েছিল।

২০২০ সাল থেকে টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন কার্যক্রম চলছে। টেকনাফ থেকে মাদার বুনিয়া পর্যন্ত সমুদ্রের চরে ৫টি হ্যাচারির মাধ্যমে কাছিম সংরক্ষণের কাজ করা হচ্ছে।

এরই অংশ হিসেবে সামুদ্রিক কাছিমের জীবনযাত্রা সম্পর্কে আরও বিশদ তথ্য সংগ্রহের জন্য তাদের শরীরে স্যাটেলাইট স্থাপন করা হয়েছে।