খুটাখালী যুবদল নেতা নাসির উদ্দীন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবী

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন শাখার সহ সভাপতি নাসির উদ্দীন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি উঠেছে।

জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় শতাধিক কর্মীদের দাবী যুবদল নেতা নাসির উদ্দীন বাবুল শতভাগ জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষীত সৈনিক। তিনি বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ আমলে দলের জন্য কাজ করতে গিয়ে বারবার নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপির দুর্দিনে তার ত্যাগ ভুলার মত নয়। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

জানতে চাইলে নাসির উদ্দীন বাবুল বলেন, আমি দীর্ঘ ২ দশক ধরে দলের ও এলাকার স্বার্থে কাজ করে আসছি। দলের জন্য কাজ করতে গিয়ে জুলুমের শিকার হয়েছি। দলের ও জনস্বার্থে আমি এলাকায় কাজ করি। এটা আমার নেশা। কিন্তু আমার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, জনপ্রিয়তা ও জনসেবামূলক কাজের মূল্যায়ন না করে উল্টো আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, মৃত্যুঞ্জয়ী জাতীয় বীর, আমার রাজনৈতিক আইডল সালাহ উদ্দীন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমেদ, কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক শ্রদ্ধেয় এনামুল হক, সদস্য সচিব এম মোবারক আলী,জেলা যুবদল সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দীন জিসানসহ দলীয় উর্ধ্বতন মহলে বিষয়টি দলীয় কার্যক্রমে ন্যায় বিচার কামনা করে উক্ত বহিষ্কার আদেশ প্রত্যাহার দাবি করছি।

এসময় তিনি আরও জানান,তাকে দল থেকে অব্যাহতি দিলেও তিনি অন্যায় কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের হয়ে জনস্বার্থে এলাকার কাজ করে যাবেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেগুলো অধিক তদন্ত করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য যে, গত ১৮ মার্চ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কক্সবাজার জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।