উখিয়ায় আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা

কক্সবাজারের উখিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হোসেন চৌধুরী।

এ সময় আইনশৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট শাহজালাল চৌধুরী, সহকারি কমিশনার ভূমি যারিন তাসনিম তাসিন, উখিয়া থানার অফিসার ইনচার্জ, মোঃ আরিফ হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উখিয়া বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উখিয়া বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া জামাতের আমীর মাওলানা আবুল ফজল, মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ চৌধুরী, রাজা পালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম রোমান, উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমদ উখিয়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিক আজাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসেম সিকদার জিশান প্রমুখ।

সভায় কোটবাজার, কুতুপালং সহ গুরুত্বপূর্ণ স্টেশনে যানজট নিরসন, হাটবাজারে ইজারা আদায়ে মূল্য তালিকা টাঙ্গানো ও সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্তসহ, মিয়ানমারের সার ও ভোজ্য তৈল পাচার বন্ধে সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীকে টহল জোরদার করার জন্য বলা হয়েছে ।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি নায়েক সুবেদার,আনসার ভিডিপি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ছাত্র প্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। পরে একই দিন উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হোসেন চৌধুরী।