চকরিয়ায় অস্ত্র-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত চকরিয়ার অন্যতম অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী নেচারুল হককে দেশীয় অস্ত্র ও অ্যামোনেশনসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

র‍্যাব-১৫, কক্সবাজার তার দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই কক্সবাজার ও বান্দরবান জেলার নানাবিধ অপরাধ নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে র‍্যাব-১৫।

সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা গেছে। এ অবস্থায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‍্যাব-১৫ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায়, (রোববার) ২৭ এপ্রিল ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন অস্ত্র ব্যবসায়ী চকরিয়া থেকে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে রওনা দেবে। ওই তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ এর আভিযানিক দল বিকেলে চকরিয়া থানাধীন বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি দেশীয় তৈরি এলজি পিস্তল, ২ রাউন্ড অ্যামোনেশন, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ৫৬০ টাকা উদ্ধারসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ নেচারুল হক (৫২), পিতা মৃত আবুল হাশেম, মাতা মোছাম্মৎ গোল বাহার, সাং- দরবেশ কাটা, ৩নং ওয়ার্ড, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।