সাগর পথে মালয়েশিয়া গিয়ে দালালের কাছে ৩ মাস ধরে জিম্মি জোহার!

সেলিম উদ্দীন, ঈদগাঁও: সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বার্মার সামিলা নামক স্থানে আটকে রেখে মোঃ আলী জোহার(১৯) নামের এক যুবককে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে রাশেল নামের এক মানবপাচারকারীর বিরুদ্ধে।

মোঃ আলী জোহার কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হরইখোলা গ্রামের আবুল ফয়েজ ও জোবাইরা বেগমের একমাত্র ছেলে।

বিগত ৩ মাস পুর্বে একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আলতাজ মিয়ার পুত্র রাশেল ফুসলিয়ে সাগর পথে জোহারকে মালয়েশিয়া নিয়ে যান। ৪ দিন পর বার্মার সামিলায় আটকে রেখে জোহারের ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। এসময় ছেলে বাবা-মাকে ফোন করে ১ লক্ষ টাকা রাশেলের মাধ্যমে একটি বিকাশ নাম্বারে পাটাতে অনুরোধ করে। নইলে তার জান রক্ষা পাবে না।

ছেলেকে ফিরে পেতে এবং দালাল চক্রের সদস্য রাশেলের কথা মত বাবা আবুল ফয়েজ ধারদেনা করে
(০১৫৭৬৯২৪৭৬৯) এ নাম্বারে দালাল রাশেলের সহযোগিতায় প্রথমে ৫০ হাজার টাকা বিকাশ করেন।

পরদিন আরো ৩০ হাজার এবং ছেলের কাপড়ের জন্য ৫ হাজারসহ সর্বমোট ৮৫ হাজার টাকা পরিশোধ করার ৩ মাস অতিবাহিত হলেও জোহারের কোন খোঁজ মিলছে না।

এ ঘটনায় চকরিয়া থানায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধিন বলে জানান জিম্মি জোহারের মা জোবাইরা বেগম। আলী জোহারের মা জোবাইরা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার একমাত্র ছেলে জোহার রাশেলের সাথে কাজ করত। সে সুবধে গত জানুয়ারি মাসে জোহারকে বাড়ি থেকে কাজে যাওয়ার কথা বলে বের করে। পরে আমার ছেলেকে ভালো বেতনে মালয়েশিয়ায় চাকরির প্রলোভন দেখায় রাশেল।

একপর্যায়ে রাশেল আমার ছেলেকে মালয়েশিয়ার নামে বার্মার সামিলায় আটকে রেখে জিম্মি করে নির্যাতন শুরু করে মুক্তির জন্য ১ লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ছেলের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ করতে দিচ্ছেন না। কিছুদিন আগে আমাকে ফোন দিয়ে ছেলেকে মারধর করেন। ছেলের কান্নায় আমার বুকটা ফেটে গেছে। আর এসব কিছুর সঙ্গে রাশেল জড়িত। রাশেলের বুদ্ধি পরামর্শে বার্মায় দালালরা আমার ছেলেকে জিম্মি করে নির্যাতন করতেছে।

ছেলেকে ফিরে পেতে আকুতি জানিয়ে জোবাইরা বলেন, আমার স্বামী পঙ্গু, কোন কাজ করতে পারেনা। অসুস্থ্য স্বামীকে নিয়ে বাকি জীবন সুখে থাকব। কিন্তু আমাদের সব স্বপ্ন শেষ। রাশেল আমার ছেলেকে বিদেশ নিয়ে নির্যাতন করছে। আমাদের সঙ্গে কথাও বলতে দিচ্ছে না। ছেলেকে ফিরিয়ে আনতে সরকারের কাছে সহযোগিতা ও দোষিদের বিচার দাবি করেছেন জোবাইরা বেগম।

জিম্মি জোহারের নিকটআত্মীয়রা বলেন, দালাল রাশেল সহজসরল লোকদের অবৈধভাবে মালয়েশিয়া নেওয়ার নামে বার্মায় আটকে নির্যাতন করে এবং মুক্তিপণ চায়।

অভিযোগের বিষয়ে জানত দালার রাশেলের (০১৮৭৮৯০৪৭৩০) মোবাইল ফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি কল রিসিভি করেননি।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।