কক্সবাজারের টেকনাফে অপহরণকারী চক্রের এক সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় অপহৃত এক ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে টেকনাফে হ্নীলার কোনারপাড়া নীচের রাস্তার পশ্চিম পার্শ্বে বিলে অপহৃত ভুক্তভোগীকে রেখে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী এসব তথ্য জানান।
গ্রেফতার মো. রিদুয়ান (২০) টেকনাফের হ্নীলার ৬ নম্বর ওয়ার্ডের উলুচামারি এলাকার আব্দুস সালাম কালুর ছেলে। এসময় তার কাছ হতে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, তাজা কার্তুজ জব্দ করা হয়।
উদ্ধার অপহৃত ভুক্তভোগী ফরিদউল্ল্যাহ (৪৩) টেকনাফের দক্ষিণ আলীখালী ক্যাম্প-২৫ এর মোহাম্মদ সৈয়দ ও সৈয়দা খাতুন দম্পতির ছেলে।
পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী জানান, ২৬ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে হ্নীলার উলুচামারী স্কুলের পশ্চিম পাশের মাঠ দিয়ে বাড়ি যাওয়ার পথে ফরিদউল্ল্যাহকে অপহরণ করে অজ্ঞাত দুর্বৃত্তরা পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে যায়। বিষয়টি ভুক্তভোগীর পরিবার টেকনাফ থানা পুলিশকে জানালে টেকনাফ থানার একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে। অভিযানের মুখে ২৭ এপ্রিল রাত ১০টার দিকে হ্নীলার কোনারপাড়া নীচের রাস্তার পশ্চিম পার্শ্বে বিলের মাঝখানে ভুক্তভোগীকে রেখে পালায় অপহরণকারীরা। এসময় স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয় ও অপহরণ দলের সদস্য রিদুয়ানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার হেফাজত থেকে একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
তিনি আরও জানান, গ্রেফতার রিদুয়ান এর আগে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে অস্ত্রধারী অপহরণ চক্রের সক্রিয় সদস্য হিসেবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে বলে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।