মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে ইব্রাহিম মোল্লা নামে এক শৌখিন মাছ শিকারির জালে ধরা পড়েছে ৩০ কেজির একটি বিশাল আকারের বাঘাইর মাছ। মাছটি বিক্রি হয়েছে ৩৫ হাজার টাকায়।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে মাছটি আরিচা আড়তে নিয়ে গেলে স্থানীয় আড়তদার ঝিলু খানের খোলায় ১ হাজার ১৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
ইব্রাহিম মোল্লা বলেন, শখের বসে মাঝে মাঝে যমুনা নদীতে জাল ফেলি। সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে দাসকান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যমুনায় খেয়া জাল ফেললে এই বিশাল মাছটি ধরা পড়ে। আমি পেশায় মুড়ি বিক্রেতা। তবে মাঝে মধ্যে শখ করে মাছ ধরি। এত বড় মাছ পাব ভাবিনি। এলাকায় খবর ছড়িয়ে পড়লে অনেকেই মাছ দেখতে ভিড় করে।
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, বাঘাইর একটি বিপন্ন প্রজাতির মাছ, যা এখন আইন অনুযায়ী ধরা ও বিক্রি নিষিদ্ধ। নদীর প্রাকৃতিক পরিবেশ নষ্ট হওয়ায় এই জাতের মাছ এখন খুবই বিরল হয়ে গেছে। মাঝে মাঝে যে বড় বাঘাইর ধরা পড়ে, সেটি দুঃখজনকভাবে সংরক্ষণ না করে বিক্রি করা হয়।