সীতাকুণ্ডে সিআরবি’র নতুন কমিটির শপথ গ্রহণ

সীতাকুণ্ডে ভোক্তা সুরক্ষা আন্দোলন (সিআরবি) এর নবনির্বাচিত চট্টগ্রাম উত্তর জেলা ও সীতাকুণ্ড পৌরসভা কমিটির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

শনিবার(১৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে চট্টগ্রাম উত্তর জেলা সুরক্ষা আন্দোলন (আইআরবি)’র সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারী তোফায়েল উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা সুরক্ষা আন্দোলনের (সিআরপি) মহাসচিব ডিজাইনার কে. জি এম সোহাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সেক্রেটারী আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা উত্তর এর সংগঠক ও সীতাকুণ্ড থানার প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল ইমরান, জাতীয় নাগরিক পার্টির সীতাকুণ্ড প্রতিনিধি ফজলে রাব্বি চৌধুরী, প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক মীর মোঃ দিদারুল হোসেন টুটুলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শপথ অনুষ্ঠানের মহাসচিব সোহাগ বক্তব্য বলেন, প্রত্যেকটি দোকানে পণ্যের মূল্যের তালিকা টাঙাতে হবে।

ক্রেতা অধিকার সুরক্ষায় ভোক্তা অধিকার সংলক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবী জানিয়ে তিনি আরো বলেন, আমরা যারা ভোক্তা রয়েছি আজ ভোক্তা অধিকার থেকে ক্রমশ বঞ্চিত হচ্ছি। কারণ সর্বক্ষেত্রে ভোক্তাদের অধিকার নিয়ে বৈষম্য চলছে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নবনির্বাচিত কমিটির সভাপতি সেক্রেটারি সহ সকলকে শপথ বাক্য পাঠ করান এবং সনদপত্র ও আইডি কার্ড প্রদান করেন।