বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর দক্ষিণ কোতোয়ালী থানার আন্দরকিল্লা ওয়ার্ডের সভাপতি হাফেয মনিরের সভাপতি ২১ জানুয়ারি এক কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।
এতে উদ্ধোধক ছিলেন, বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সভাপতি আবু তৈয়ব মুহাম্মদ রেজাউল মোস্তফা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সভাপতি ছাত্রনেতা এয়ার আহমেদ জামশেদ। বিশেষ অতিথি ছিলেন যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ আবু বক্কর মাইজভান্ডারি।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সাজ্জাদুর রহমান সাব্বির। বিশেষ বক্তা ছিলেন ছাত্রসেনা পাথরঘাটা ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বক্সিরহাট ওয়ার্ডের সদস্য মুহাম্মদ রাসেল। হাফেয মুহাম্মদ তাওহিদুল ইসলাম ও সামজাদুল ইসলাম ফোরকারের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন হাফেয মুহাম্মদ নুর উদ্দীন, মুহাম্মদ মুস্তাফিজ, মুহাম্মদ মনিরুল ইসলাম প্রমূখ। নেতৃবৃন্দ বলেন, আদর্শের কাছে যারা পরাজিত অস্ত্র তাদেরই হাতিয়ার।
ছাত্ররাজনীতিকে মডেল হিসেবে ছাত্রসমাজের কাছে তুলে ধরতে হবে। ইসলামের সুমহান বাণী সর্বস্তরে পৌঁছাতে প্রয়োজন আদর্শবান ছাত্ররাজনীতি। তাই প্রতিহিংসার রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে হবে। আদর্শ ছাত্ররাজনীতি চর্চায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।