হাটহাজারী ফরহাদাবাদ কাদেরীয়া চিশতীয়া পরিষদের তিনযুগপূর্তি অনুষ্ঠান এবং গাউসুল আযম শাহ্সূফি আল্লামা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এর ১১৯তম ওরশ শরিফ উপলক্ষে স্মরণানুষ্ঠান ও আলোচনা সভা ফরহাদাবাদ আহমদিয়া তৈয়্যবিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি এস এম রাকিব উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ডকটরস ল্যাব এন্ড ডকটরস হসপিটালস্’র চেয়ারম্যান সমাজসেবী ডা. মুহাম্মদ নিজাম মোরশেদ চৌধুরী। উদ্বোধক ছিলেন কাদেরীয়া চিশতীয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবক মুহাম্মদ শোয়েব চৌধুরী সুমন, পরিষদের সাবেক সভাপতি সৈয়দ মুহাম্মদ আবু আজম, মাওলানা মুহাম্মদ সিরাজ উদ্দিন, অধ্যাপক মুহাম্মদ নাছির উল্লাহ, প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মদ তৌহিদুল ইসলাম, উপদেষ্টা মুহাম্মদ মহসিন আলী, মুহাম্মদ উল্লাহ মেম্বার, সাবেক সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ হোসাইন, মুহাম্মদ জিয়া উদ্দিন বাবলু। অনুষ্ঠানে বক্তারা বলেন, সর্বস্তরের মানুষের সেবায় ও জনকল্যাণে উৎসর্গীত থাকাই আউলিয়ায়ে কেরামের জীবন দর্শন ও সর্বমানবতার কল্যাণে নিবেদিত থাকেন। তেমনি অসাধারণ আধ্যাত্মিক ব্যক্তিত্বই হলেন গাউসুল আযম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)।
মুহাম্মদ নাহিম উদ্দিন রিকু ও মুহাম্মদ নিজাম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন মুহাম্মদ শওকত আলম, আব্দুল গফুর, মুহাম্মদ মিল্লাত হোসেন, মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ লিয়াকত আলী, মুহাম্মদ ইয়াছিন, এস.এম. সুলতান মাহমুদ তাহা, মুহাম্মদ ফজলুল আমিন জুয়েল, হাফেজ মুহাম্মদ সাবের, মুহাম্মদ রাকিবুল হাসান, মুহাম্মদ নাঈমুর রিসাদ, মুহাম্মদ জোবায়ের বাবু ইমন, মুহাম্মদ জাহেদুল আলম রিকসান, মুহাম্মদ ছাবের হোসেন, মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক, মুহাম্মদ মাহবুব উল্লাহ রাহাত, মুহাম্মদ ইমরুল হোসাইন আকিব, মুহাম্মদ নাজমুল হোসেন হৃদয়, মুহাম্মদ সাবের হোসেন রেজভী, মুহাম্মদ ছাব্বির হোসেন জাহেদ, মুহাম্মদ আবু সাঈদ শুভ, মুহাম্মদ জোনাইদ হোসেন ইমন, ফরহাদ উদ্দিন মুন্না, মুহাম্মদ জোবায়েদ হোসেন রোহান, মুহাম্মদ মাহমুদুর রহমান সাব্বির, মুহাম্মদ মেজবাহ উল্লাহ ফাহিম, মুহাম্মদ ইরফানুল হক ছিদ্দিকী প্রমুখ। সালাত সালাম শেষে বিশ্বশান্তি, বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ এবং দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মোনাজাত করা হয়।