মহান বিজয় দিবসে ‘এপিক হেলথ কেয়ারের’ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। দিনটি বিশেষভাবে স্মরণ করতে এপিক হেলথ কেয়ার-এর উদ্যোগে কর্মকর্তা-কর্মচারীদের শিশুদের জন্য সৃজনশীল কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করে ‘’তোমার চোখে বিজয়’’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা ২০২৪। অনুষ্ঠানে দুই ক্যাটাগরিতে শিশুরা তাদের বিজয়কে কল্পনার রঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথী মানব সম্পদ বিভাগের ডিরেক্টর তহমিনা মরিয়ম বলেন, ‘’আমাদের পরিবারের শিশুদের জন্য ভিন্নধর্মী আয়োজন করতে পেরে আনন্দিত। বিজয় দিবসের চেতনা হল আত্মসম্মান, এবং ঐক্যে ,আশা করি আমরা এভাবেই এগিয়ে যাব। ‘’

সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এক্সিকিউটিভ ডাইরেক্টর টি এম হান্নান বলেন,’’ প্রতিযোগিতার লক্ষ্য হল শিশুদের মধ্যে সৃজনশীলতা এবং জাতীয়তাবোধ তুলে ধরা আশা করি আমরা সক্ষম হয়েছি’’

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সব শিশুদের দেয়া হয় বিশেষ পুরস্কার ও অনুষ্ঠানে সকল শাখার উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।