চলমান করোনা পরিস্থিতিতে দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৈশ্বিক মহামারী মোকাবেলায় তাদের কর্মপরিধি ও ঝুঁকির মাত্রা অকল্পনীয় হারে বেড়েছে। জীবনের ঝুঁকি নিয়েই সেবার কাজে দিন-রাত এক করে দিচ্ছেন তারা। তাদের সম্মান জানিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পবিত্র রমজান মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে পাঁচলাইশ থানার আওতায় পেট্রোলিং ডিউটিতে দায়িত্ব পালনকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মিছবাহুল উলুম মাদরাসা, বায়তুল আমান মাদরাসা ও সেগুন বাগান এলাকায় বসবাস করা হিজড়াদের ও নগরীর আন্দরকিল্লা, জামাল খাঁন, নাসিরাবাদ সহ নগরীর বিভিন্ন স্থানে রিক্সাচালক, নিরাপত্তা প্রহরী ও ভাসমান মানুষদের মাঝে ইফতার হিসেবে আহার বিতরণ করা হয়। এছাড়া কোভিড-১৯ প্রতিরোধের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী, চকবাজার, পাঁচলাইশ, চান্দগাঁও, রাউজান উপজেলার নোয়াপাড়া সহ বিভিন্ন এলাকার শতাধিক পরিবারকে শুকনো খাবার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ভোক্তভোগীদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকরা। এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার আবদুর রশিদ খান, সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব উপ-প্রধান ২ মো: মইনুল ইসলাম, দপ্তর বিভাগীয় প্রধান আ.ন.ম তামজীদ, ক্রীড়া ও প্রচার ও প্রকাশনা বিভাগীয় প্রধান কৃষ্ণ দাশ সিনিয়র যুব সদস্য জ্যৌতির্ময় ধর, কার্যকরী পর্ষদ সদস্য ও স্বেচ্ছাসেবকরা।