রাউজানে ভোটের মাঠে বিএনপি, জামায়াত, ইসলামী ফ্রন্ট এবং এনসিপি

শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রাম ৬ রাউজান আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীদের নিয়ে ভোটের মাঠে নেমে পড়েছেন বিএনপির প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

৫ ডিসেম্বর (শুক্রবার) রাউজানের গহিরা বক্সে আলী চৌধুরী জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মসজিদের সামনে কবরস্থানে মরহুম একে এম ফজলুল কাদের চৌধুরী সহ মুরিুব্বদের কবর জেয়ারত করেন বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। পরে নেতা কর্মী ও এলাকার সাধারন মানুষের সাথে কোলাকলি, মতবিনিময় করেন। বিকালে রাঙ্গুনিয়া শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধীতে শ্রদ্বা নিবেদন করেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। শ্রদ্বা নিবেদন শেষে সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ব হয়ে ধানের শীষ প্রতিককে জয়ী করার জন্য রাউজানের প্রতিটি এলাকায় কাজ করার আহবান জানান। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কিং অব চিটাগাংয়ে একটি সামাজিক অনুষ্টানে উপস্থিত হয়ে চট্টগ্রাম ৬ রাউজান আসন থেকে জামায়াত ইসলামী প্রার্থী শাহাজাহান মঞ্জুর সাথে কোলাহলি করেন বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ইসলামী ফ্রন্ট প্রার্থী অধ্যক্ষ ইলিয়াছ নুরী রাউজানের বিভিন্ন এলঅকায় গনসংযোগ করে মোমবাতি প্রতিকে ভোট চেয়ে বেড়াচ্ছেন। জাতীয় নাগরিক পাটির প্রার্থী জহিদুর কবির বাপ্পি শাপলা কলি প্রতিকে ভোট চেয়ে রাউজানের বিভিন্ন এলাকায় গনসংযোগ করছেন। জামায়াত ইসলামী প্রার্থী শাহাজাহান মঞ্জু দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে এলাকায় গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।