বেশ কয়েক বছর ধরেই বলিউডে বায়োপিক তৈরির ধুম লেগেছে। মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, কপিল দেবের মতো কিংবদন্তিদের নিয়ে তৈরি হয়েছে বায়োপিক। আরও বেশ কিছু ব্যক্তিত্বের বায়োপিক সামনে আসছে। পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতারের বায়োপিক তৈরি নিয়ে তার দেশের কোনো সিনেমা নির্মাতা ভাবছেন কিনা সে বিষয়ে এখনও জানা যায়নি। শোয়েব নিজেও এসব জানেন না। তবে নিজের বায়োপিক নিয়ে শোয়েবের একটা স্বপ্ন আছে।
শোয়েবের স্বপ্ন আবার এক বলিউড সুপারস্টারকে ঘিরে। তিনি সালমান খান। হ্যাঁ, সিনেমায় নিজের চরিত্রে সালমান খানকেই চান শোয়েব! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শোয়েব আখতারকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন যে, তার বায়োপিক তৈরি হলে নিজের চরিত্রে কাকে দেখতে চাইবেন। জবাবে নিজের পছন্দের কথা জানিয়ে শোয়েব বলেন, ‘নিজের ভূমিকায় প্রথম পছন্দ সালমান খান। তিনিই সঠিকভাবে আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবেন।’
সম্প্রতি করোনাভাইরাসের লকডাউনে লকডাউনের মধ্যে সাইকেলে চড়ে ইসলামাবাদ ঘুরে বিতর্কের শিকার হয়েছেন শোয়েব। আবার করোনা মোকাবেলায় তহবিল সংগ্রহের জন্য ভারত-পাকিস্তান ম্যাচের প্রস্তাব দিয়ে ভারতীয় সাবেক ক্রিকেটারদের হাসি-ঠাট্টা সহ্য করতে হয়েছে তাকে। তারপরেও থেমে নেই শোয়েব। সোশ্যাল সাইটে নিয়মিত ভক্তদের সঙ্গে মতবিনিময় করছেন। সেইসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেট নিয়ে বিভন্ন মন্তব্য করে আলোচনার সৃষ্টি করে যাচ্ছেন।