চট্টগ্রামের ব্যাটিং-বান্ধব পিচে প্রথম সেশনটা দক্ষিণ আফ্রিকার। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ১ উইকেটে ১০৯ রান। প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামের উইকেটটি নিয়েছেন টাইগার স্পিনার তাইহুল ইসলাম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে থাকে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার এইডেন মার্করাম ও টনি ডি জর্জি। ওপেনিং জুটি থেকে আসে ৬৯ রান। বড় হতে থাকা সেই জুটি ভাঙেন প্রথম টেস্ট দারুণ বোলিং করা টাইগার স্পিনার তাইজুল ইসলাম। তার বলে ক্যাচ আউট হয়ে ৩৩ রানে ফেরেন প্রোটিয়া অধিনায়ক।
তবে আরেক ওপেনার ডি জর্জি এগিয়ে যাচ্ছেন দারুণ গতিতে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৪ চার এবং এক ছক্কায় তার রান ৪৯। তার সঙ্গে ৪২ বলে ২৩ রানে অপরাজিত আছেন ট্রিস্টান স্টাবস।
এদিকে ঢাকা টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টে যে একাদশে পরিবর্তন আসবে তা একপ্রকার নিশ্চিত-ই ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।
অসুস্থতার কারণে চট্টগ্রাম টেস্টে নেই লিটন দাস। আর আগেই জানা গিয়েছিল, ইনজুরির কারণে ছিটকে গেছেন জাকের আলী। আর বাদ দেয়া হয়েছে নাঈম হাসানকে। এই তিনজনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন—মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান এবং নাহিদ রানা।