চট্টগ্রামে অটো‌রিক্সা ছিনতাইচক্রের ৩ সদস্য আটক

চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচা‌লিত অটো‌রিক্সা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পু‌লিশ। এ সময় ছিনতাই হওয়া ১‌টি ব্যাটারিচা‌লিত অটো‌রিক্সা ও ছিনতাই কাজে ব্যবহৃত সিএন‌জি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে তাদেরকে আটক করা হয়।

ড্রাইভারকে ছু‌রি দিয়ে আঘাত করে এসব ছিনতাইয়ের ঘটনা করে।

পু‌লিশ সূত্র জানায়, গতকাল ভোররাতে চান্দগাঁও থানাধীন বেপারী পাড়া ব্রিজে অ‌পরিচিত কয়েকজন লোক গতিরোধ করে ছু‌রিকাঘাত করে জালাল মিয়া (৫০) রিক্সা চালকের ব্যাটারিচা‌লিত অটোরিক্সা ছি‌নিয়ে নিয়ে যায়।

পরে ভিক‌টিমের ছেলের করা মামলার তদন্তে নেমে তথ্যপ্রযু‌ক্তির সহায়তায় অপরাধীর অবস্থান সনাক্ত করে ঘটনার সাথে জ‌ড়িত মোঃ পারভেজ (২৪), অ‌রিফুল ইসলাম প্রকাশ ইমন‌ (২৬) ও আরমান‌ হোসেনকে (২২) গ্রেফতার করা হয়।

পু‌লিশ জানায়, ‌গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।