দক্ষিণ হালিশহরে ১৫০ জেলে পরিবারের মাঝে চাউল বিতরণ

 

৩৯নং দক্ষিণহালিশহর ওয়ার্ড (বন্দরটিলা) ওয়ার্ড অফিসে ”করোনাভাইরাস”ও মৎস্য অবতরণবন্ধ রাখায় সরকার ঘোষিত মৎস্য অধিদপ্তরের আওতায় দক্ষিণহালিশহরে অসহায় ১৫০ জেলে পরিবার কে ৪০ কেজি করে চাউল বিতরণ কার্যক্রম ০১মে শুক্রবার দুপুরে উদ্বোধন করেন চসিক ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন।

প্রতি পরিবার ৪০ কেজি করে ১৫০ পরিবারের মাঝে ৬হাজার কেজি সিদ্ধু চাউল বিতরণ করা হয়েছে বলে ওয়ার্ড সচিব মোঃ মুনসুর আলী খান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলাম,আঃলীগ নেতা সেলিম আফজাল,কাউন্সিলর পরিষদের সদস্য লোকমান হাকিম,মোঃইলিয়াছ,হাজী আক্কাস সওদাগর,হাজী আব্দুর রউফ,মোঃইউসুফ, খাইরুল বশর এবং মৎস্য অধিদপ্তরের দুই জন কর্মকর্তা বিতরণ কালে উপস্থিত ছিলেন।

এসময় কাউন্সিলর বলেন,বর্তমান সরকারের ঘোষিত ঘরে ঘরে খাদ্য পৌছে দেয়ার মিশন আমাদের ৩৯নং দক্ষিণহালিশহর ওয়ার্ড‘এর বাসিন্দারা অবশ্যই পাবেন। জেলেদের কে সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহেত থাকার কথা জানায়।

সামাজিক দূরত্ব বজায় রেখে এই চাউল বিতরণ কার্যক্রম কে সর্বাত্মাক সহায়তা করেন কাউন্সিলর পরিষদের সদস্যরা।