মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): সকল ভেদাভেদ ভুলে কাপ্তাই উপজেলায় কঠিন চীবর দানোৎসব পালন করুন। আমরা আপনাদের সার্বিক নিরাপত্তা দিতে প্রস্তুত আছি। আমরা পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখতে চাই। পাহাড় হোক সম্প্রীতির। এজন্য সকলে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে।
বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টায় ওয়াগ্গাছড়া কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির কনফারেন্স রুমে উপজেলার হেডম্যানেদের সাথে এক মতবিনিময় সভায় কাপ্তাই জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, পদাতিক, এসব কথা বলেন।
তিনি বলেন, খাগড়াছড়ির ঘটনা অনাকঙ্খিত এবং ভুল বুঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে। এতে একটি পক্ষ সুবিধা নিচ্ছে। এধরনের ঘটনা কোনভাবেই কাম্য নয়। তিনি আরও বলেন, আমরা জানি পাহাড়ে কতিপয়রা চাঁদাবাজি সহ অশান্তি করছে। গুটি কয়েকজনের কারণে পাহাড়ে অশান্তি হোক আমরা তা চাইনা। এজন্য সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে একযোগে কাজ করতে হবে। এদিকে, জোনের অধিনস্থ ৪টি মৌজার হেডম্যানদের সাথে মতবিনিময়কালে অধিনায়ক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের মাননীয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় ‘‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’’ এই মূলমন্ত্রকে সর্বদা সামনে রেখে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ওয়াগ্গাছড়া জোন সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার জন্য সর্বদাই সচেষ্ট এবং নিবেদিত। তিনি আগত বিভিন্ন মৌজার হেডম্যানদের নিজস্ব এলাকার নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ও জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে আর্থ- সামাজিক অবস্থার উন্নতির অনুরোধ জানান। এছাড়াও সার্বক্ষনিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে অত্র জোন এলাকায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সকল হেডম্যানদের নিকট যথাযথ সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় হেডম্যানরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এসময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অন্যান্য অফিসার, হেডম্যান ক্যাওচিং মারমা, অরুন তালুকদার, উবাথোয়াই চৌধুরী, উসুয়ে সুয়ে চৌধুরী সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদ কর্মীগন উপস্থিত ছিলেন।