আরও একটি সাফ জয়ের অভিযানে নামছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে লাল সবুজের সামনে শক্তিশালী ভারত। গেলো বছর ফাইনালে হারের প্রতিশোধ নিতে চায় বাংলাদেশ। ভুটানের উচ্চতা ও আর্টিফিশিয়াল টার্ফের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা টিটুর দলের। চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
গেলো বছর চাংলিমিথাং স্টেডিয়ামেই অনূর্ধ্ব-১৬ সাফের ফাইনালে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও ভারত। সেবার ২-০ গোলে হেরে রানার্সআপ হয়েছিলো লাল সবুজরা। বছরঘুরে বয়সভিত্তিক আরও একটি সাফের মঞ্চে দেখা হচ্ছে দু’দলের। তবে, এবার গ্রুপপর্বের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত।
দু’দলের বেশিরভাগ ফুটবলারই গেল বছর অনূর্ধ্ব-১৬ সাফের ফাইনালে খেলেছে। তাই একে অপরের দুর্বলতা ও শক্তির জায়গা বেশ ভালোভাবেই জানা। আসরকে সামনে রেখে ইন্দোনেশিয়া ও লাদাখে অনুশীলন ও প্রস্ততি ম্যাচ খেলেছে ভারত। সেখানে বিকেএসপিতে কয়েকদিনের অনুশীলন ক্যাম্পই সম্বল সাইফুল বারী টিটুর। ক’দিন আগে নেপাল থেকে অনূর্ধ্ব-২০ সাফ জয় করে ফিরেছিলো বাংলাদেশ।
বড়দের সে জয়ের অনুপ্রেরণা ছোটদেরও উজ্জীবিত করেছে বলে জানান কোচ। ভারতকে শক্ত প্রতিপক্ষ মানলেও, আত্মবিশ্বাসী কোচ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘প্রস্তুতি ম্যাচ আমরা বাইরে খেলিনি। আর্টিফিশিয়াল টার্ফের কারণে আমরা বিকেএসপি’তে ক্যাম্প করেছিলাম। তো সেখানে আমরা যে কয়েকটা ম্যাচ খেলেছি তা আমাদের সাহায্য করেছে। কোথায় আমাদের দুর্বলতা আছে তা নিয়ে আমরা কাজ করছি। ভুটানের আবহাওয়া তো একটু ভিন্ন, ফলে প্রথম ম্যাচে কষ্ট হবেই। টুর্নামেন্টের প্রথম ম্যাচটাই বেশি গুরুত্বপূর্ণ হয়। আর সেটা যদি ভারতের বিপক্ষে হয় তাহলে তা আরও বড় ব্যাপার। তো আমার মনে হয় ছেলেরা ভারতকে সামলাতে প্রস্তুত।’
গেলোবারের হারের চাপা কষ্টের জবাব দিতে চায় ফুটবলাররা। ভারতকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যেতে চান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন, ‘ভারত অনেক শক্তিশালী, তবে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি সেরাটা দেয়ার জন্য। মাঠে যারায় ভালো খেলবে তারাই জিতবে। আমরা জানি আমরা এখানে কি করতে এসেছি। ভারতের বিপক্ষে যেহেতু প্রথম ম্যাচ, ফলে এটা একটু কঠিন হবে। তবে আমরা চেষ্টা করব সেরাটা দিয়ে ভালো কিছু করার।’
এ গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ ২২ সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে। অনূর্ধ্ব-১৭ সাফে ‘বি’ গ্রুপে আছে চার দল। ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।