কোপা আমেরিকার ফাইনালে পায়ে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। এখনও পুরোপুরি ফিট হতে পারেননি বিশ্বজয়ী কিংবদন্তি। মহাতারকাকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের দল দিয়েছে আর্জেন্টিনা।
আগামী ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলি ও ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলটি। ম্যাচ দুটি সামনে রেখে সোমবার ২৮ সদস্যের দল দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।
দলে জায়গা পেয়েছেন সাবেক তারকা ডিয়েগো সিমিওনের ছেলে জিওলিয়ানো সিমিওনে। সুযোগ মেলেনি পাওলো দিবালার। নেই মার্কোস আকুনা ও ফ্রাঙ্কো আরমানি।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুল্লি, হুয়ান মুসো ও এমিলিয়ানো মার্টিনেজ।
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, হের্মান পেজ্জেলা, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, ভ্যালেন্টিন বারকো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, জিওভানি লো সেলসো, ইজিকুয়েল ফের্নান্দেজ, রদ্রিগো ডে পল।
ফরোয়ার্ড: নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গার্নাচো, মাতিয়াস সৌল, জিওলিয়ানো সিমিওনে, ভ্যালেন্টিন কার্বনি, জুলিয়ান আলভারেজ, লৌতারো মার্টিনেজ, ভ্যালেন্টিন কাস্তেয়ানোস।