সাত রানের লিড পেল নিউজিল্যান্ড

সাউদি ও জেমিসনের ব্যাটে তৃতীয় দিনের শুরুতে লিড পেয়েছিল নিউজিল্যান্ড। তবে সে লিডটা বেশি বড় করতে দেননি বাংলাদেশের পার্ট টাইম বোলার মুমিনুল হক। এক ওভারেই তিনি ফিরিয়েছেন জেমিসন ও সাউদিকে। এতে ৩১৭ রানে শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।

দ্বিতীয় দিনের বিকেলটা দেখে মনে হচ্ছিল তৃতীয় দিনের সকালে খুব দ্রুতই অলআউট হয়ে যাবে নিউজিল্যান্ড। এমনকি বাংলাদেশ লিডও পেতে পারে। তবে তাইজুল-মিরাজকে হতাশ করে ক্রিজে টিকে ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি এবং পেসার কাইল জেমিসন। দুজন মিলে গড়েন ৫৩ রানের জুটি।

সে জুটি শেষ পর্যন্ত ভাঙেন মুমিনুল হক। তাইজুল-মিরাজ-শরিফুলরা উইকেট না পাওয়ায় টাইগার অধিনায়ক আবারও বোলিংয়ে আনেন মুমিনুল হককে। আর তাকে এনেই সাফল্য পায় বাংলাদেশ। পানি পানের বিরতির পর প্রথম বলেই প্রথমে জেমিসনকে এলবিডব্লিউ করেন। এরপর সেই ওভারেই কিউই অধিনায়ক সাউদিকে বোল্ড করেন বাংলাদেশের এই পার্ট টাইমার। সাউদি ৩৫ ও জেমিসন আউট হন ২৩ রানে।

এদিকে, সাউদি একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন। টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৩০০’র ওপরে উইকেট এবং দুই হাজারের বেশি রান করেছেন তিনি। এর আগে এ কীর্তি গড়েছেন রিচার্ড হ্যাডলি এবং ড্যানিয়েল ভেট্টরি।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন তাইজুল ইসলাম। ১০৯ রান খরচে তিনি পেয়েছেন ৪ উইকেট। মুমিনুল পেয়েছেন ৩ উইকেট এবং একটি করে উইকেট পেয়েছেন শরিফুল, মিরাজ ও নাঈম। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১০৪ রান করেন কেইন উইলিয়ামসন।