শুরু থেকে বেশ সতর্ক ছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। তবে উইকেটে সেট হওয়ার পরই আউট হলেন জাকির। নিউজিল্যান্ডের স্পিনার আইজাজ প্যাটেলের বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪১ বলে ১২ রান। ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৯ রান।
টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ, দীপুর অভিষেক
পাঁচ মাস পর সাদা পোশাকে মাঠে নেমেছে বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে গত জুনে আফগানিস্তানের বিপক্ষে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ। অভিষেক হয়েছে ব্যাটার শাহাদাত হোসেন দিপুর।
বাংলাদেশের একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, মুশফিকুর রহিম, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক) ও আজাজ প্যাটেল।