কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই প্রতিনিধি: লোকালয় থেকে উদ্ধার করা অজগর সাপটি কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বনবিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের উপস্থিতিতে অজগরটি অবমুক্ত করা হয়। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা জানান, অজগরটি গত মঙ্গলবার রাতে রাঙামাটি শহরের সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল হামিদের নেতৃত্বে জেলা শহরের টিটিসি কল্যানপুরের একটি বাড়ি থেকে উদ্ধারের পর কাপ্তাই রেঞ্জে হস্তান্তর করা হয়। পরে অজগরটি উর্ধতন বন কর্মকর্তাদের নির্দেশে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। অজগরটির দৈর্ঘ্য ৬ ফুট ৭ ইঞ্চি এবং ওজন ৪ কেজি বলে তিনি জানান। উল্লেখ্য, গত ১০ মাসে উদ্ধার করা বিরল প্রজাতির ২টি বানর, ৭টি সাপ, ৪টি ময়না, ১টি হরিণ ও ২টি লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।