কাল অর্থাৎ বুধবার বিকেল পৌনে ছটা থেকে ছটার মধ্যে সেই ঐতিহাসিক মুহূর্ত আসার কথা। ভারতের চন্দ্রযান চাঁদের মাটি স্পর্শ করে বিরল কৃত্রিত্বের অধিকারী হবে। দুহাজার নয় এবং উনিশে দুটি প্রয়াস এর আগে ব্যর্থ হয়েছে। বিজ্ঞানীদের আশা, এবার তাঁরা ব্যর্থ হবেন না। কিন্তু কোনও কারণে কি ভারতীয় চন্দ্রযান এর চাঁদে অবতরণ কয়েকদিন পিছিয়ে যেতে পারে? ইসরোর স্পেস সেন্টার এর ডিরেক্টর নীলেশ দেশাই এর কথায় সেই ইঙ্গিত মিলেছে। নীলেশ দেশাই বলেছেন, এবার বিজ্ঞানীরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না। অবতরণের আগে তাঁরা ল্যান্ডার মডিউলের পরীক্ষা নিবিড়ভাবে করতে চাইছেন। চাঁদের আবহাওয়া কেমন থাকে সেটাও পরীক্ষা করা হবে। ভারতীয় চন্দ্রযান অবতরণের দু ঘণ্টা আগে এই পরীক্ষা হবে। বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই নির্ধারিত দিনক্ষণ মেনে ল্যান্ডার বিক্রম প্রজ্ঞান কে নিয়ে চাঁদের মাটি ছোঁবে।
অন্যথায় অবতরণ হবে চারদিন পরে ২৭শে আগস্ট। তবে, সবটাই নির্ভর করবে দুপুর পৌনে চারটের ওই শেষ মুহূর্তের পরীক্ষার ওপর। নীলেশ দেশাই জানান, বর্তমান চন্দ্রযানটি কন্ট্রোলের কথা মেনে ঠিক পথেই এগোচ্ছে।