বিএসআরএম কারখানায় ক্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

রোববার (১৬ জুন) বিকেলে নগরের বায়েজিদ থানার শের শাহ এলাকায় বিএসআরএম কারখানায় ক্রেনের ধাক্কায় নুর হোসেন (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত নুর হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ভগবতী এলাকার জাহেদুল হকের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন জানান, ক্রেনের লাইন দিয়ে হাঁটার সময় ক্রেনের ধাক্কায় গুরুতর আহত হন নুর হোসেন। কারখানা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।