চট্টগ্রাম এর অন্যতম ফার্নিচার ও ফ্যাশান ব্র্যান্ড শৈল্পিক ও দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেট প্লেস দারাজের মধ্যে সম্প্রতি পার্টনারশীপ চুক্তি হয়।
এর মাধ্যমে শৈল্পিকের যাবতিয় ফার্নিচার ও পোশাক পাওয়া যাবে দারাজে, যা চাটগাঁর ব্র্যান্ডটিকে সারা দেশব্যাপী পোছে দেয়ার একটা প্রায়াস বলে ভাবছেন দারাজের ক্লাস্টার হেড হিসেবে দায়িত্বে থাকা তৌফিক আল ফয়সাল। এ বিষয়ে আরো জানতে চাইলে, শৈল্পিক ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর এইচ এম ই ইলিয়াস বলেন, “যুগের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যেতে হলে ই-কমার্স ব্যবসার সাথে যুক্ত হওয়ার কোনো বিকল্প নেই”। তিনি আরো যুক্ত করেন, শৈল্পিক ইতোমধ্যে দারাজ এ সব চাইতে প্রমিয়াম সেলার ক্যাটাগরি যা ফ্লেগসিপ নামে পরিচিত সেই ব্যানারে (অ্যাপ এ)ভিসিবল! যা শৈল্পিক ব্র্যান্ডটির গুনগত মানের সাথে সুবিচার বলে তিনি মত দেন। এ বিষয়ে আরো কিছু ব্যবসায়ীর সাথে কথা হলে, তারা দারাজের এই উদ্যোগ কে সাদুবাদ দেন এবং স্থানীয় ব্যবসায় গুলোর দারাজ তথা অন লাইনে যুক্ত হওয়ার উপর গুরুত্তারোপ করেন। দারাজ একুইজিশন টিম থেকে আরো জানানো হয় চট্টগ্রাম এর যেকোনো ব্র্যান্ড দারাজে অন্তর্ভুক্ত হতে চাইলে নিম্নোক্ত নাম্বার এ যোগাযোগ করে অপরিহার্য ডকুমেন্টস জমা দিলে দুটি কর্মদিবস মধ্যেই যুক্ত হওয়ার আনুষ্ঠানিককতা সম্পন্ন করা সম্ভব ০১৭১৭৬২০০৪৯