দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সিআরএফ এর তীব্র নিন্দা

দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সিআরএফ এর তীব্র নিন্দা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।
যমুনা টেলিভিশনের প্রতিবেদক আল আমিন শিকদার ও ক্যামেরা সাংবাদিক আসাদুজ্জামান লিমনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম রিপোটার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক আলীউর রহমান। এই ঘটনায় দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সংগঠনের নেতৃবৃন্দ।
গত (বুধবার) এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি দেশে সাংবাদিকদের উপর একের পর এক হামলার ঘটনা চরম উদ্বেগের। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সাংবাদিকদের সংগঠিত করে আন্দোলনের ডাক দেয়া হবে।
গতকাল বুধবার বিকালে চট্টগ্রাম আদালত এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তির হামলার শিকার হন সাংবাদিক আল আমিন শিকদার ও আসাদুজ্জামান লিমন। আইনজীবী পরিচয়ে তাদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় আহত দুই সাংবাদিককে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তি।