সেলিম উদ্দীন, ঈদগাঁও: একজন নির্যাতিত স্বামীর সংবাদ সম্মেলনের খবর সংগ্রহ করে তা অনলাইন গণমাধ্যমে প্রচার করায় সেই স্ত্রীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন কক্সবাজার থেকে প্রচারিত মাল্টিমিডিয়া অনলাইন চ্যানেল সিবিটুয়েন্টিফোর নিউজ এর সম্পাদক মহিউদ্দিন মাহী।
গেলো কক্সবাজার পৌরসভা নির্বাচনের দিন যখন সাংবাদিকরা সবাই নিউজ নিয়ে ব্যস্ত ঠিক সে সময়ে ওই নারী চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালে মামলাটি করেছিলেন। ২০২৩ সালের ১২ জুন মামলাটি করা হয়।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিনাত সুলতানা শুনানি শেষে সাংবাদিক মহিউদ্দিন মাহীর জামিন মঞ্জুর করেন।
সূত্র মতে, ২০২৩ সালে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিতর্কিত আওয়ামী লীগ নেতা ইসমাঈল সিআইপিসহ আওয়ামী লীগের একাংশের শক্তি প্রয়োগ করে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ২৫ (১)(ক)/২৬ (১)/২৯ ধারায় হয়রানিমূলক মামলাটি করেন নূরা নামের ওই নারী।
যে সংবাদটি নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয় সেটি ছিল একটি সংবাদ সম্মেলনভিত্তিক প্রতিবেদন। সিবিটুয়েন্টিফোর নিউজ ভুক্তভোগীদের সেই সংবাদ সম্মেলনের প্রতিবেদন প্রকাশ করে। সংবাদ প্রকাশের দীর্ঘ প্রায় একবছর পর হঠাৎ করে ঈর্ষা ও হয়রানির উদ্দেশ্যে মামলাটি দায়ের করা হয়।
মহিউদ্দিন মাহীর অভিযোগ, মামলার তদন্তকারি কর্মকর্তা সিআইডির এসআই ইমতিয়াজ ইসলাম উদ্দেশ্যমূলকভাবে তদন্ত প্রতিবেদনে সংবাদ সম্মেলনের তথ্য গোপন করে বাদীর কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করে তাকে অভিযুক্ত করেন।
বৃহস্পতিবার মামলার শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী মাসুম বিল্লাহ, কক্সবাজারের আইনজীবী ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতি জিএএম আশেক উল্লাহ ও আইনজীবী উম্মুল হায়াত এপি।
এ মামলার ঘটনায় সেই সময় দেশ-বিদেশের সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিল। তারা মামলাটিকে মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও সাংবাদিকতা দমনমূলক উল্লেখ করে দ্রুত তা প্রত্যাহারের দাবি জানান।
প্রসঙ্গত, মহিউদ্দিন মাহী বর্তমানে সিবিটুয়েন্টিফোর নিউজ চ্যানেলটির পাশাপাশি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সমুদ্র কণ্ঠের চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর একজন সক্রিয় সদস্য।