জাতীয় শোক দিবসঃ কাপ্তাই বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা প্রদান

কাপ্তাই প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই ৪১ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ বিতরণ এবং ৫০ জন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় সোমবার(১৫ আগষ্ট)। এছাড়া ওয়াগ্গা শীলছড়ি বাজার মসজিদে ১০ হাজার এবং কেপিএম কয়লার ডিপু জামে মসজিদে ১০ হাজার ৫০০ টাকা অনুদান প্রদান করা হয়। কাপ্তাই ৪১ বিজিবির ওয়াগ্গাছড়া সদর দপ্তরে এই মেডিকেল ক্যাম্প এবং বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ উপস্থিত থেকে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি চাল ৮ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, চিনি ১ কেজি, আলু ২ কেজি। এসময় বিজিবির অফিসার, জেসিও এবং এনসিও সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে বিজিবির অধিনায়ক বলেন, বিবিসি জরিপে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম লিপিবদ্ধ করা হয়েছে। আজ জাতীয় জীবনের একটি শোকাবহ একটি দিন। জাতির পিতার নেতৃত্বে আমরা একটি লাল সবুজের দেশ পেয়েছি। পৃথিবীর বুকে বাঙালী আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছি বঙ্গবন্ধুর কারনে। তিনি আরও বলেন, ৭২ এর সংবিধানে ধর্ম নিরপেক্ষপতা বঙ্গবন্ধুর গড়া। তিনি একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ চেয়েছিলেন। তিনি বিশ্ব নেতা। আজ তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিত লাভ করেছেন। এর আগে ৪১ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডাঃ মুকিতের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০ জনকে চিকিৎসা সেবা প্রদান ও ফ্রি ঔষধ বিতরণ করে।