পটিয়ায় পুকুরে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলা ছনহরা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর (ভাইবোন) মৃত্যু হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত দুই ভাইবোন হল- হোজাইফা (৩) ও মোহাম্মদ (৫)। তাদের বাবা নাম বেলাল আলমদার বলে জানা গেছে।

ছনহরা ইউনিয়নের সাবেক মেম্বার গিয়াস উদ্দীন এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে বাড়ী কাছে রাস্তার পার্শ্বে খেলতে গিয়ে দুই ভাই বোন পুকুরে পড়ে যায়।  পরে তাদের মৃতবস্থায় এলাকাবাসী উদ্ধার করে।