চট্টগ্রামের পটিয়া উপজেলা ছনহরা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর (ভাইবোন) মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত দুই ভাইবোন হল- হোজাইফা (৩) ও মোহাম্মদ (৫)। তাদের বাবা নাম বেলাল আলমদার বলে জানা গেছে।
ছনহরা ইউনিয়নের সাবেক মেম্বার গিয়াস উদ্দীন এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে বাড়ী কাছে রাস্তার পার্শ্বে খেলতে গিয়ে দুই ভাই বোন পুকুরে পড়ে যায়। পরে তাদের মৃতবস্থায় এলাকাবাসী উদ্ধার করে।