মাহমুদুল্লাহ’র নেতৃত্ব নিয়ে ভাববে বিসিবি

২০২১ টি-টোয়েন্টি বিশ^কাপে ভরাডুবির পর গুঞ্জন ছিল নেতৃত্ব হারাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু কোনো এক অজানা কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই সিদ্ধান্ত নেয়নি। পরে জানা যায় সিনিয়রদের মধ্যে কেউ টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দিতে রাজি নন। তরুণদের ওপরও ভরসা রাখা যাচ্ছে না। তাই শেষ পর্যন্ত দলনেতা বদলের ভাবনা থেকে সরে আসে বিসিবি। এরপর ওমানে বিশ^কাপে বাছাই পর্বের দুটি ম্যাচ জয়ের পর ১২ ম্যাচের টাইগারদের জয় মাত্র একটি। দেশে-বিদেশে টানা হারের পেছনে দলের বাজে ব্যাটিংয়ের পাশাপাশি দুর্বল নেতৃত্বকেও দায়ী করছেন অনেকে। অধিনায়ক রিয়াদের ফর্মে না থাকাও হারের অন্যতম একটি কারণ বলেই মনে করা হচ্ছে। ২০২২ অস্ট্রেলিয়া বিশ^কাপের আর মাত্র ৩ মাস বাকি। দাবি উঠেছে এই ফরম্যাটে অধিনায়ক পরিবর্তনের।

বেশ কয়েকটি সূত্রে জানা গেছে, বিসিবিও মারিয়া পরিবর্তন আনতে। যদিও গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘টি-টোয়েন্টিতে হুট করে কিছু পরিবর্তন করে যে খুব একটা লাভ হবে তা মনে হয় না। এখানেও লং টার্মে ভাবতে হবে। অধিনায়কত্বের বিষয়ে আজ বলা কঠিন। সিদ্ধান্ত নিতে এক মাস চলে যাবে। অধিনায়ক আসবে, তাদের সঙ্গে বসতে হবে।’
মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে সন্তুষ্ট কি না তার জবাবও বিসিবি সভাপতি সরাসরি দিতে রাজি হননি। তিনি বলেন, ‘এটা তো কঠিন প্রশ্ন। মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমাদের অসন্তুষ্টি ছিল না। রিয়াদের নামটা এত বেশি আসছে কারণ সে রান পাচ্ছে না। সে আসুক, কথা বলি। আমার মনে হয় সে রান পেলে ঠিক হয়ে যাবে। তবে অধিনায়কত্বে পরিবর্তন আনলে যে আহামরি পরিবর্তন আসবে তা কিন্তু না।’ সময় কম হওয়ায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়াও কঠিন বলে মনে করেন পাপন। তাই অন্য দিকগুলোতেও উন্নতির চেষ্টা চলছে বলে জানান বিসিবি সভাপতি।

তামিমের ‘অবসর’-এর ব্যাপারে আগেই জানতো বিসিবি
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে অবসর নেবেন এই গুঞ্জন নতুন নয়। গতকাল তিনি হঠাৎ করেই ওয়েস্ট ইন্ডিজ থেকে নিজের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে অবসরে যাওয়ার ঘোষণা দেন। ক্যারিবিয়াদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানলেন তামিম। তার এমন ঘোষণায় মোটেও অবাক নয় বিসিবি। এ বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘তামিমের টি-টোয়েন্টি অবসরÑ ওটা তো আগে থেকেই জানি। এটা নতুন কোনো বিষয় নয়।’

গভীর রাতে প্রধানমন্ত্রীর ফোন

ওয়েস্ট ইন্ডিজে খুবই বাজেভাবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হারে বাংলাদেশ দল। তবে সবশেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে টাইগাররা। শনিবার সিরিজের শেষ ম্যাচে ক্যারিবীয়দের ১৭৮ রান তাড়া করতে নেমে শুরুতেই আউট হন ওপেনার নাজমুল হোসেন শান্ত। এরপর আগের ম্যাচে জয়ের নায়ক অধিনায়ক তামিম ইকবালও আউট হয়ে ফিরে যান সাজঘরে। ঠিক সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাজমুল হাসান পাপনকে কল করেন জানান উৎকণ্ঠার কথা। তবে রাত তিনটায় যখন বাংলাদেশ জিতে যায় তখন প্রধানমন্ত্রী ফের ফোন করে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘তামিম আউট হয়ে যাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন করেন। উনি খুব চিন্তিত ছিলেন। আমি বললাম, অসুবিধা নেই, ইনশা আল্লাহ আমরাই জিতবো। আপনি চিন্তা করবেন না। উইনিং শটের পরপরই আবারো ফোন করেন তিনি। তখন খুব সম্ভবত রাত পৌনে তিনটা, বললেন (বাংলাদেশ দল) ভালো খেলেছে। আমি বললাম, আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন! উনি বললেন, চিন্তায় ঘুমাতে পারিনি। অবিশ্বাস্য! এত ব্যস্ততার পরও উনি খেলাগুলো দেখছেন।’

শেখ হাসিনা স্টেডিয়ামের কাজে অগ্রগতি
গতকাল বিসিবি বোর্ড সভার প্রধান এজেন্ডা ছিল রূপগঞ্জে শেখ হাসিনা স্টেডিয়াম। সভা শেষে নাজমুল হাসান বলেন, মেজর এজেন্ডা- শেখ হাসিনা স্টেডিয়ামের পরামর্শক নিয়োগ প্রক্রিয়া। দুটি কোম্পানিকে নির্বাচিত করে পাঠিয়েছে। ওই দুটির প্রেজেন্টেশন দেখে মনে হয়েছে ভালো। ওরা নামকরা। এমসিজি, ওভালের মতো পৃথিবীর নামকরা স্টেডিয়াম থেকে শুরু করে সবখানেই কাজ করেছে। ওদের দুটি প্রজেন্টেশন দেখেই আমরা খুশি। ভেবেছিলাম আজই ( গতকাল) ফিনান্সিয়ালটাও করে ফেলতে। কিন্তু মিনিমাম ৭ দিনের একটা নোটিশ পিরিয়ড দিতে হয়। আজ থেকে ৭ দিন পর আমাদের জানালে আমরা বিষয়টি দেখবো।’