মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ করবে সি.ডি.এ

বীর মুক্তিযোদ্ধাদের সন্তান স্কোয়াড এর সদস্যবৃন্দের সাথে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর নবনির্বাচিত চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ এর মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ এর এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ এর কার্যালয়ে ২ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সঙ্গঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি’র বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ করবে সি.ডি.এ। চট্টগ্রাম নগরিতে অধিক হারে সবুজায়ন করার ব্যাপারে গুরুত্বারোপ করেন সি.ডি.এ এর নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ এর সঙ্গঠক বীর মুক্তিযোদ্ধা পান্টুলাল সাহা এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধাদের সন্তান স্কোয়াড এর সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান এর সঞ্চালনায় সভায় উপদেষ্টা মন্ডলির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে দিপঙ্কর চৌধুরী কাজল, মেহরাজ তাহসিন শফি, বীর মুক্তিযোদ্ধা বাবু শ্যামল মিত্র। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে মুকুল দাশ, মাহবুবুল আলম, স্বপন কুমার ভট্টাচার্য, রতন দাশ। বীর মুক্তিযোদ্ধাদের সন্তান স্কোয়াড এর যুগ্ন-আহŸায়ক বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে সৈয়্যদা তাহমিনা সুলতানা, আরাফাতুল মান্নান ঝিনুক, জয়নুদ্দিন আহমেদ জয়। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যথাক্রমে সৈয়্যদা নুসরাত জাহান, আশিকুন নবী চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহিন আক্তার রোজি, নারীনেত্রী শাহীন ফেরদৌসী ও নারীনেত্রী কবি শবনম ফেরদৌসী, সুচিত্রা গুহ টুম্পা, নারী নেত্রী নন্দিতা দাশ গুপ্তা, রাকিব হোসেন খান রিপন, এম নুরুল হুদা চৌধুরী, মোছাঃ জেবুননিসা ।
নবনির্বাচিত সি.ডি.এ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নজর দেবেন বলে সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। সভায় বীর মুক্তিযোদ্ধাদের সন্তান স্কোয়াড এর সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন যথাক্রমে রাকিবুল ইসলাম, সরিৎ ধর, এ্যডঃ মুহাম্মদ ফখরউদ্দিন জাবেদ, মোঃ রিতাপ উদ্দীন বাবু, আমিনুল ইসলাম, মোঃ আশেক রসুল চৌধুরী টিপু, মোঃ সাজ্জাদুর রহমান চৌধুরী, মোহাম্মদ রায়হান , অনিক মিত্র, এস.এম তাবরেজ, ছোটন ধর দস্তিদার, সাজ্জাদুর রহমান, মোঃ লোকমান হাকিম, কামরুল ইসলাম, দেলোয়ার হোসেন ডন, মিনহাজ উদ্দিন তাকিম, রাজীব চৌধুরী রাজু, আশিষ কুমার দাশ, সুমন দাশ বাবু, মিনহাজ উদ্দিন সিদ্দিকী, সুমন কুমার মজুমদার, মোঃ জোবায়ের, ওবাইদ উল্লাহ, মাহমুদ হাসান, মোঃ আনোয়ার হোসেন, মাধব কুমার শীল, এমরান হোসেন খন্দকার, জাকির হোসাইন জাকি, জহির রায়হান ওভি, সুমন মিত্র, রাজু মিত্র, সৈয়্যদ মোহাম্মদ খোবাইব, মোঃ আবু ফয়েজ, ইলহাম বারি, মোহাম্মদ ওয়াসির আজাদ, মোঃ ফিরোজ হোসেন, শেখ রাসেল, মোঃ কফিল উদ্দিন, সাদ হাসনাইন আহমেদ, মোহাম্মদ ফাহাদ মিয়া, ডাঃ মাহজাবীন তুলি, জান্নাতুল ফেরদৌস, সেলিনা আক্তার, মোছাঃ নয়নতারা, হিলারী দাশ, সোনিয়া চৌধুরী, কোহিনুর আক্তার মুন্নি, মিফতা-উল-জান্নাত, জারিন রাফাহ চৌধুরী, তাহমিনা পারভীন মিলি, সাহিদা আক্তার, শিল্পী বসাক, তানলিদা আজাদ, কুমকুম ভট্টাচার্য, ডক্টর মাহজাবীন, উম্মে কুলসুম প্রমুখ।