কোহলিকে ‘শক্ত’ থাকতে বললেন বাবর

কোনো ফরম্যাটেই সময় ভালো যাচ্ছে না বিরাট কোহলির। ভারতীয় ‘রান মেশিন’ এখন ভুগছেন রানখরায়। ইংল্যান্ড সফরে ৫ ইনিংস মিলিয়ে কোহলির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২০ রানের। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আউট হন ১৬ রানে। দুঃসময়ে কোহলির পাশে দাঁড়ালেন পাকিস্তানি সুপারস্টার বাবর আজম।

টেস্ট, ওয়ানডে মিলিয়ে ৭০টি সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলির নামের পাশে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ৭৭ ইনিংসে কোনো শতক নেই তার। ফর্মহীন কোহলিকে একাদশে রাখাই যেন কষ্টকর হয়ে যাচ্ছে ভারতের। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর টুইটারে কোহলির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন বাবর। ক্যাপশনে লিখেছেন, ‘দুর্দশা কেটে যাবে, শক্ত থাকুন।’ ছবিটি গত টি-টোয়েন্টি বিশ্বকাপের। ওই ম্যাচে কোহলির ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দেয় বাবরের পাকিস্তান।

বিশ্বকাপ আসরে ভারতের বিপক্ষে যা পাকিস্তানের প্রথম জয়।
কোহলির কাছ থেকেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান কেড়ে নেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক তিন ফরম্যাটেই রয়েছেন দুর্দান্ত ফর্মে। এছাড়া টেস্টে বাবরের অবস্থান ৪ নম্বরে। শীর্ষ ১০-এর বাইরে চলে গেছেন কোহলি। তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘আমরা কোহলির গুরুত্ব জানি। বিশ্লেষকরা যুক্তি দিয়ে নানান কথা বলতে পারে তবে আমরা সেসবের তোয়াক্কা করি না।’