বর্ষাকালে কাপড় শুকাচ্ছে না? জেনে নিন করণীয়

বর্ষাকাল মানেই একটানা বৃষ্টি। কখনও ঝুম বৃষ্টি তো কখনও ইলশেগুঁড়ি। বৃষ্টি যতই উপভোগ্য হোক, স্যাঁতসেঁতে আবহাওয়ায় দিনের পর দিন কাপড় না শুকালে কিন্তু ভালোরকম একটা বিড়ম্বনা পোহাতে হয়। অনেকক্ষণ ভেজা থাকার কারণে কাপড়ে দুর্গন্ধ হয়ে যায়। আবার জন্মে জীবাণুও। বর্ষায় রোদ না উঠলেও কীভাবে জামাকাপড় শুকাবেন জেনে নিন সে সংক্রান্ত টিপস।

শুধু পানি ঝরিয়ে কাপড় মেলবেন না। খুব ভালো করে নিংড়ে তারপর মেলুন। এতে শুকাতে কম সময় লাগবে।
ওয়াশিং মেশিন থাকলে ড্রায়ারে দিয়ে অনায়াসে শুকিয়ে নিতে পারবেন কাপড়।
রাতে বেশিরভাগ সময়ই রুমের ফ্যান অন থাকে। সেক্ষেত্রে ফ্যানের নিচে একটি দড়ি টাঙিয়ে কাপড় মেলে দিন। সারারাত ফ্যানের বাতাসে বেশ শুকিয়ে যাবে। তবে ঘরের একটা দরজা বা জানালা খুলে রাখার চেষ্টা করবেন। এতে স্যাঁতসেঁতে হবে না ঘর।
এসি থাকলে ড্রাই মোড অন করে মেলে দিতে পারেন কাপড়। দড়ির সাথে হ্যাঙ্গার আটকে সেখানে কাপড় ঝুলিয়ে দিতে পারেন। এতে পোশাকের সবদিক সমানভাবে শুকাতে পারবে।
ঘরের ভেতরে জামাকাপড় শুকালে একটা স্যাঁতসেঁতে ভাব রয়ে যায় কাপড়ে। এটি দূর করতে পরার আগে ইস্ত্রি করে নিন।