আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়েছেন ভারতের স্পিন অলরাউন্ডার কেদার যাদব। আইপিএলে চেন্নাইয়ের হয়ে চলতি আসরে তার আর মাঠে নামা হচ্ছে না। ধোনীর দল চেন্নাই সুপার কিংস শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে। তারা ৭ মে মুম্বাইয়ের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে।
তবে আইপিএল ছাড়িয়ে কেদার যাদবকে নিয়ে বেশি চিন্তা ভারতীয় দলের। কাঁধের চোটের কারণে বিশ্বকাপের আগে তিনি পুরোপুরি ফিট হতে পারবেন কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। ফিটনেস টেস্টে শেষ পাস করতে না না পারলে ইংল্যান্ড বিশ্বকাপ শেষ হয়ে যাবে এই তারকার।
যদিও ভারতীয় বোর্ড মনে করছে, যাদবের ইনজুরি ততটা গুরুতর কিছু না। চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং তার ইনজুরি নিয়ে বলেন, ‘আগামীকাল কেদার যাদবের একটি এক্স-রে এবং স্ক্যান করানো হবে। আমরা তার দ্রুত সুস্থ হয়ে যাবার ব্যাপারে আশাবাদী। তবে চেন্নাইয়ের হয়ে আমাদের বাকি ম্যাচে তিনি খেলতে পারবেন না। এখন তার মনোযোগ ঘুরে যাবে বিশ্বাকাপের আগে সুস্থ হবার দিকে।’
ভারতীয় দল ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ২২ মে দেশ ছাড়বে। কেদার যাদব এর আগে সুস্থ হয়ে উঠবেন বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। তবে তিনি যদি সুস্থ হয়ে ফিরতে না পারেন সেক্ষেত্রে নির্বাচকদের প্যানেলে থাকা আম্বাতি রাইডু, ঋষভ পান্ত এবং আক্সার প্যাটেলের কাউকে বিশ্বকাপের দলে ডাকা হবে।