সকল সচেতন মানুষকে পরিবেশ সুরক্ষার দায়িত্ব নিতে হবে

চট্টগ্রাম নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা গত ৫ জুন বিকাল ৫টায় নগরের একটি হোটেলের সেমিনার হলে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশের সভাপতি ও ৪১নং ওয়ার্ড যুবলীগের
সভাপতি মো. মাইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক মো. হাসান মুরাদ, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি এম এ হাশেম। সভায় বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষার দায়িত্ব আমাদের সকলের। সকল সচেতন মানুষকে পরিবেশ সুরক্ষার দায়িত্ব নিতে হবে। আজ চট্টগ্রামের পরিবেশ হুমকির
মুখে। আমরা পরিবেশ সুরক্ষার দায়িত্ব না নিলে মারাত্মক বিপর্যয়ে পড়তে হতে পারে। সংগঠনের সদস্য শিউলি আকতারের পরিচালনায় বক্তব্য রাখেন শিল্পী হিরা আকতার, মোজাহের আলম, গোলাম মোস্তফা, নুরুল ইসলাম, আবদুল মান্নান, কে এম
বেলাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ প্রমুখ।