আলহাজ্ব মাসউদুর রহমান আশরাফীর ইন্তেকাল

আঞ্জুমানে আশরাফীয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ধর্মনুরাগী আলহাজ্ব মুহাম্মদ মাসউদুর রহমান আশরাফী (৮২) গত ৯ জুন বৃহস্পতিবার রাত ৯-৪৫ মিনিটের সময় ভারত চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না–রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেযান। মরহুমের ইন্তেকালে আঞ্জুমানে আশরাফিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাযী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান ও পিএইচপি ফ্যামিলির কর্ণধার
আলহাজ্ব সূফী মুহাম্মদ মিজানুর রহমান, মহাসচিব আলহাজ্ব এডভোকেট মাহবুবুল আলম আশরাফী, চট্টগ্রামের সভাপতি মাওলানা শফিউল হক আশরাফী, সাধারণ সম্পাদক মাওলানা জামেউল আকতার আশরাফী, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিব আশরাফী, সুন্নী জগৎ পত্রিকার নিবার্হী সম্পাদক আলমগীর বঈদী শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য যে তিনি নগরীর সুগন্ধা আবাসিক এলাকার মুখতার মঞ্জিলের মালিক, হযরত সৈয়দ মুখতার আশরাফ (রহ.) এর একনিষ্ঠ মুরিদান ছিলেন। বাংলাদেশে সুন্নীয়ত তথা সিলসিলায়ে আশরাফীয়ার প্রচার প্রসারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।