ফতেয়াবাদ চত্বরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ভারতে রাসূল পাক হযরত মুহাম্মদ মোস্তফা ও হযরত মা আয়েশা সিদ্দিকা বিরুদ্ধে কটুক্তি ও মানহানিকর বক্তব্য প্রতিবাদে ফতেয়াবাদ চত্বরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ও চিকনদন্ডী ইউনিয়ন শাখার উদ্যোগে এক মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ সৈয়দ হাসান মাসুদ মেম্বারে সভাপতিত্বে ইমদাদুল ইসলাম পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাটহাজারী উপজেলার সভাপতি রফিকুল ইসলাম তাহেরী। তিনি বলেন, রাসুল আর মা আয়েশা সিদ্দিকা পৃথিবীর মহামানব ,মহিয়সী নারী,যারা সীমা লঙ্ঘন কারী তাদের শাস্তি দিতে হবে।সারা দুনিয়ায় সবাই তীব্র নিন্দা ও ক্ষোভ প্রতিবাদ জানাচ্ছে। কটুক্তি প্রতিবাদে আমরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই। অযথা ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যাপক হাফেজ আহমদ,আলী ফারুক চৌধুরী, রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন হীরু, মাওলানা আলী আকবর, ওসমান চৌধুরী, বাহাদুর আলম, আনোয়ার হোসেন রানা, রমজান আলী,জামাল উদ্দিন, সিরাজুল ইসলাম,কামাল উদ্দিন, জাকির হোসেন বাবলু প্রমূখ।এক বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে।  <<প্রেস রিলিজ